জম্মু, ২০ জুলাই (হি.স.): দেশের বিভিন্ন রাজ্যে বিগত কিছু দিন ধরে করোনা-আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেই তালিকায় এবার নতুন করে সংযোজন জম্মুতে। করোনার দাপট বাড়তেই মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে জম্মুতে, পাশাপাশি কোভিড আচরণবিধি মেনে চলার ওপরও জোর দেওয়া হয়েছে।
জম্মু-কাশ্মীর সরকারের পক্ষ থেকে এক সার্কুলারে জানানো হয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরে সাম্প্রতিক সময়ে করোনা-সংক্রমণ বাড়ছে। তাই পাবলিক প্লেসে মাস্ক ব্যাবহার বাধ্যতামূলক করা হচ্ছে। এছাড়াও সামাজিক দূরত্ববিধি ও অন্যান্য কোভিড মেনে চলার জন্য জনসাধারণের কাছে আহ্বান জানানো হয়েছে।