নয়াদিল্লি, ২০ জুলাই ( হি.স.) : কেন্দ্রীয় সরকারের পণ্য ও পরিষেবা কর (জিএসটি) প্রত্যাহার করা উচিত বলে দাবি করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধী। বুধবার তিনি টুইটে বলেছেন, এই জিএসটি সাধারণ মানুষের উপর প্রভাব ফেলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করা মানুষের কথা শোনা।
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, , তার দল খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি এবং জিএসটি নিয়ে সংসদে অবিলম্বে বিতর্ক চায়। কিন্তু কেন্দ্রীয় সরকার এসব বিষয়ে উত্তর দিতে এড়িয়ে যাচ্ছে। জয়রাম রমেশ আরও বলেন, আজ সকালে রাজ্যসভায় কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধীরা খাদ্যদ্রব্যের উপর আরোপিত মূল্যবৃদ্ধি এবং জিএসটি নিয়ে জরুরি বিতর্কের দাবি জানিয়েছে। কিন্তু সরকার এসব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত ছিল না। মোদী সরকার চায় যে সংসদের এই অধিবেশনে মৌলিক বিষয়গুলি নিয়ে আলোচনা না করা হয়, তাই সংসদ দুপুর ২টা পর্যন্ত মুলতবি করা হয়েছিল।