গালে, ২০ জুলাই ( হি.স.) : টেস্ট ক্রিকেটে তিন হাজার রান পূর্ণ করলেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। গালেতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে এই কীর্তি গড়েন আজম।
আজম ম্যাচে ১০৪ বলে ৫৫ রান করেন। এটা তাঁর টেস্টে ক্রিকেটের ২২তম অর্ধশতরান। স্পিনার প্রভাত জয়সুরিয়ার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে পাঠান তিনি। আজম এখন তার ৭৩ টেস্ট ইনিংসে ৪৭.২৬ গড়ে ৩,০২৫ রান করেছেন। খেলার দীর্ঘতম ফরম্যাটে তার নামে ৭টি সেঞ্চুরি এবং ২২টি হাফ সেঞ্চুরি রয়েছে।

