নাগপুর, ১৯ জুলাই (হি.স.): মহারাষ্ট্রের অমরাবতী জেলায় বাড়ি ভেঙে ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে প্রাণ হারালেন দু’জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে নাগপুর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে, অমরাবতী জেলার চান্দুর বাজার তালুকার অন্তর্গত ফুবগাঁও গ্রামে। নতুন করে দু’জনের মৃত্যুর পর মহারাষ্ট্রে বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা আরও বাড়ল।
বিগত কিছু দিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে অমরাবতীতে। প্রবল বৃষ্টির মধ্যে মঙ্গলবার সকালে চান্দুর বাজার তালুকার অন্তর্গত ফুবগাঁও গ্রামে একটি বাড়ি ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে দু’জনের ও ৩ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

