নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ গৃহশিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির মামালা দায়ের করা হলো বীরগঞ্জ থানায়৷ সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে আটক অভিযুক্ত শিক্ষক বিজয় পাল৷ অমরপুর মহকুমার টাউন শংকরপ্লী এলাকার বাসিন্দা তথা চাকুরীচ্যুত শিক্ষক বিজয় পালের বিরুদ্ধে মঙ্গলবার শ্লীলতাহানির অভিযোগ আনে এক ছাত্রীর পরিবার৷
তিনি মহকুমার ছাত্রছাত্রীদের তাঁর বাড়িতে প্রতিদিন পড়াতেন৷ মঙ্গলবার সকালেও অষ্টম শ্রেনীতে পাঠরত ছাত্রছাত্রীরা পড়তে যায় তাঁর বাড়িতে৷ কিন্তু ব্যাচের সকলকে ছেড়ে দিলেও তিনি ওই ছাত্রীকে আটকে রাখেন পড়া শিখানোর ভান করে৷ পরবর্তী সময় ছাত্রীর শরীরের আপত্তিকর জায়গায় ওই শিক্ষক হাত দিতে থাকে অভিযোগ ছাত্রীর বাবার৷ পরবর্তী সময় ছাত্রীটি শিক্ষক বিজয় পালের হাত থেকে নিজের সন্মান রক্ষা করতে দৌড়ে পালিয়ে এসে পুরো ঘটনা মার কাছে খুলে বলে৷ তারপর ছাত্রীর মা বাবা সহ এলাকাবাসী জড়ো হয় শিক্ষকের বাড়িতে৷
খবর দেওয়া হয় বীরগঞ্জ থানায়৷ খবর পেয়ে পুলিশ বাড়ি থেকে আটক করে শিক্ষক বিজয় পালকে৷ মঙ্গলবার লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয় থানায়৷ দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় ওই ছাত্রীটিকে৷ উক্ত গুনধর শিক্ষক বিজয় পালকে আগামীকাল তোলা হবে অমরপুর মহকুমা আদালতে৷ ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তে এলাকায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷ ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷