ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই।। ২৩ জুলাই অনিশ্চিত ধর্মনগর ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠান। মাঠের অবয়বই তৈরি হয়নি। মঙ্গলবার রাজ্য ক্রিকেট সংস্থার প্রতিনিধিরা আগরতলা থেকে ধর্মনগর গেলেন স্টেডিয়ামের হাল হকিকত দেখতে। গিয়ে তো তাদের চক্ষু চড়ক গাছ হয়ে গেল। মাঠের যেই অবস্থা, তাতে কোনো ভাবেই উদ্বোধন সম্ভব নয়। টিসিএ-র প্রতিনিধিরা রেগে আগুন। তেলে বেগুনে জ্বলে উঠলেন টিসিএ-র ভারপ্রাপ্ত সচিব তথা জয়েন্ট সেক্রেটারি কিশোর কুমার দাস সহ অন্যান্যরা। মাঠের দায়িত্বে থাকা ঠিকেদারদের সম্পুর্ন খাম খেয়ালিপনাতেই পিচ সহ মাঠের আউট ফিল্ডের অবস্থা বেহাল। এই মাঠে কোনও ভাবেই সম্ভব নয় প্রদর্শনী ম্যাচ হবার। পিচে বলই উঠে না। বাউন্স তো বহু দূরের বিষয়। না আছে পিচের কোনো ঠিকানা, না আছে এই মাঠের আউট ফিল্ডের সঠিক হাল। টিসিএ-র আয়োজন ভেস্তে যাবার উপক্রম। এদিকে সাংবাদিক বৈঠক করে টিসিএ-র ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথা সভাপতি, ভারপ্রাপ্ত সচিব প্রমূখ গত ১৬ জুলাই ঘটা করে জানিয়ে দিয়েছিলেন, ২৩ জুলাই আনুষ্ঠানিক উদ্বোধন হবে ধর্মনগর ক্রিকেট স্টেডিয়ামের। এ উপলক্ষে অনুষ্ঠিত হবে দুই দেশের ক্রিকেটারদের মধ্যে একটি প্রদর্শনী প্রীতি টি-টোয়েন্টি ম্যাচও। তবে তা আর হয়ে উঠার কোনো সুযোগই নেই এদিন। এই নিয়েই বিস্তর রেগে গেলেন টিসিএ-র ভারপ্রাপ্ত সচিব কিশোর কুমার দাস। বেজায় চটে গেলেন তিনি মাঠের দায়িত্বে থাকা ঠিকেদারদের উপর। প্রাপ্ত খবর, আগামী ২৩ জুলাই উদ্বোধন হবে না ধর্মনগর ক্রিকেট স্টেডিয়ামের। কবে হবে, তা এখন সময়ই বলবে।