ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই।। বিলোনিয়ায় আয়োজিত ফুটবল টুর্নামেন্টে জমজমাট একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য অবস্থায় ড্র তে শেষ হয়েছিল। টাইব্রেকারে পেনাল্টি শুট আউটে মাছুয়ার মিল, বটটিলা দুর্দান্ত ৪-৩ গোলে জয় ছিনিয়ে নিয়েছে। হারিয়েছে তুলামুড়া ফুটবল ক্লাবকে। সুখেন চন্দ্র মজুমদার স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতায়। বিলোনিয়ায় বড়পাথরি স্কুল মাঠে আয়োজিত নক আউট ফুটবল আসরের ১৫-তম ম্যাচ আজ, মঙ্গলবারের খেলায় তুলামুড়া ফুটবল ক্লাব ও মাছুয়ার মিল, বটটিলা পরস্পরের মুখোমুখি হয়। শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে খেলা এগুতে থাকে। কিন্তু জালে বল গড়ানোর কাজটি কেউ করতে পারেনি। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধও নিষ্পত্তি হয় গোলশূন্য অবস্থায়। দু’দলেরই আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় বিপক্ষের জাল কেউ নাড়াতে পারেনি। অবশেষে টাইব্রেকারে পেনাল্টি শুট আউটে মাছুয়ার মিল, বটটিলা ৪-৩ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয়। খেলা পরিচালনা করেন রেফারি অভিজিৎ দাস, সঞ্জয় বিশ্বাস ও দীপক মহাজন। প্রসঙ্গত: আসরে চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ যথাক্রমে ২৫ এবং ১৫ হাজার টাকা প্রদান করা হবে। এছাড়া, বেশ কিছু আকর্ষণীয় পুরস্কারও দেওয়া হবে টুর্নামেন্টে।