নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে৷ বিষয়টি খুবই উদ্বেগ ও উৎকণ্টার কারণ হয়ে দাঁড়াচ্ছে৷ জনগণের ও সচেতনতার কারণেই করোণার হার বৃদ্ধি পাচ্ছে৷ করোণা সম্পর্কে জনগণকে সচেতন করতে মঙ্গলবার বিজেপি বড়দোয়ালী মন্ডল কমিটির পক্ষ থেকে ২০ নং ওয়ার্ডের কাউন্সিলরকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়৷
সারা দেশের সাথে পাল্লা দিয়ে রাজ্য প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে৷ প্রশাসনের তরফে করণাবিধি মেনে চলার জন্য নির্দেশিকা জারি করা হলেও তা অনেকেই মানছেন না৷ জনগণের মধ্যে অসচেতনতা এবং খামখেয়ালিপনায় করোনা সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে৷ উদ্ভূত পরিস্থিতিতে করোনা সম্পর্কে জনগণকে সচেতন করা এবং খামখেয়ালিপনা দূর করার লক্ষ্যে বেসরকারি উদ্যোগে এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের তরফ থেকেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷
এ ধরনের কর্মসূচির অঙ্গ হিসেবেই মঙ্গলবার আগরতলা পুর নিগমের কুড়ি নম্বর ওয়ার্ডে বড়দোয়ালী মন্ডলের উদ্যোগে কাউন্সিলর রত্না দত্তের উপস্থিতিতে পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয় এবং করোনা সম্পর্কে সতর্ক থাকতে সকলের প্রতি অনুরোধ জানানো হয়৷ কাউন্সিলার রত্না দত্ত এবং মন্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যান্যরা পথচারীদের হাতে তুলে দেন মাস্ক৷ কাউন্সিলর জানান এ ধরনের কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে৷ জনগণকে করোনা সম্পর্কে সচেতন থাকতে তিনি আবেদন জানিয়েছেন৷