নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ চুরাইবাড়ি উত্তর ফুলবাড়ী গার্লস হোস্টেল হয়ে ধর্মনগর যাওয়ার রাস্তাটি সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে৷ তাতে জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন ওই রাস্তায় চলাচলকারী জনগণ৷
চুরাইবাড়ি বাজার থেকে উত্তর ফুলবাড়ী গার্লস হোস্টেল হয়ে ধর্মনগর যাওয়ার রাস্তাটি বেহাল৷ দীর্ঘ ৬-৭ বছর ধরে রাস্তাটির সংস্কার হচ্ছেনা৷ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার এই সড়কটি পর্যবেক্ষণের জন্য শুধু আধিকারিকরা আসেন, কিন্তু কাজ হয় না৷ মঙ্গলবার পিএমজিএস ওয়াই কুমারঘাট সার্কেলের ইঞ্জিনিয়ার সহ একটি টিম রাস্তা পরিদর্শনে এলে এলাকাবাসীর প্রশ্ণবানে জর্জরিত হন৷ কেন এই রাস্তার কাজ হচ্ছেনা গ্রামবাসী৷ পরিদর্শনকারী দলের উদ্দেশ্যে তারা বলেন আপনারা বার বার সার্ভে করছেন অথচ কাজ হচ্ছে না কেন৷
এই প্রশ্নের উত্তরে আধিকারিকের বক্তব্য, আমরা সরকারকে রিপোর্ট পাঠাই৷ সরকার টাকা দিলে আমরা কাজ ধরতে পারি৷ এলাকার লোকজন তাদের কাছ থেকে কবে কাজ শুরু হবে এমন কোন আশ্বাস না পেয়ে জানালেন তাদের ক্ষোভের কথা৷ বার বার সার্ভে করে রিপোর্ট পাঠালেও রাস্তাটির কাজ কেন হচ্ছে না সেই প্রশ্ন গ্রামবাসীদের৷ এলাকাবাসী বিভিন্ন মাধ্যমে রাস্তা সংস্কারের জন্য সরকারের কাছে আবেদন রেখেছিল, কিন্তু তাতে ইতিবাচক কোন সাড়া মেলেনি৷ রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসী আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে৷