নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): সংসদের নিম্নকক্ষ লোকসভার সদস্য হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত সাংসদরা। সোমবার বাদল অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই নবনির্বাচিতরা সদস্যরা লোকসভার সাংসদ হিসেবে শপথ নেন। এদিন উত্তর প্রদেশের আজমগড় থেকে বিজেপি সাংসদ দীনেশ লাল “নিরহুয়া” যাদব লোকসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
এছাড়াও পশ্চিমবঙ্গের আসানসোল থেকে নির্বাচিত তৃণমূল কংগ্রেস সাংসদ শত্রুঘ্ন সিনহা শপথ নিয়েছেন নিম্নকক্ষে, লোকসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন উত্তর প্রদেশের রামপুর থেকে জয়ী বিজেপির ঘনশ্যাম সিং লোধি প্রমুখ। সোমবার থেকেই শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন, এদিন অধিবেশন শুরু হওয়ার পর জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের অকাল-প্রয়াণে শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এদিন দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় লোকসভার অধিবেশন।

