ফের চিনকে নিয়ন্ত্রণ রেখা থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহারের চাপ ভারতের

নয়াদিল্লি, ১৮ জুলাই ( হি.স.) : রবিবার ভারত ও চিনের মধ্যে ১৬তম সামরিক আলোচনা প্রায় সাড়ে বারো ঘন্টা ধরে চলে। এই সময়ে ভারত আবার পূর্ব লাদাখের বিতর্কিত এলাকা থেকে সেনা প্রত্যাহারের জন্য চিনের ওপর চাপ সৃষ্টি করেছে। যদিও এখন পর্যন্ত এই বৈঠকের বিষয়ে কোনও আনুষ্ঠানিক যৌথ বিবৃতি আসেনি। তবে দুই দেশের সেনা কর্তাদের মধ্যে নতুন কোনও চুক্তি না হলে আলোচনাকে ফলহীন বলে অভিহিত করা হয়েছে।

ভারত ও চিনের মধ্যে ১৫তম কর্পস কমান্ডার-পর্যায়ের আলোচনা ১১মার্চ অনুষ্ঠিত হয়েছিল এবং বিরোধ সমাধানে কোনও সাফল্য আসেনি। প্রায় চার মাস পর রবিবার সকাল সাড়ে ৯টায় ফের মুখোমুখি বসেন দুদেশের সেনা কমান্ডাররা। আলোচনায় ভারতীয় পক্ষের নেতৃত্বে ছিলেন লেহ-ভিত্তিক ১৪ তম কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল অনিন্দ্য সেনগুপ্ত এবং চিনের নেতৃত্বে ছিলেন দক্ষিণ জিনজিয়াং সামরিক জেলার প্রধান মেজর জেনারেল ইয়াং লিন।
প্রায় সাড়ে বারো ঘণ্টা ধরে ম্যারাথন বৈঠক শেষ হয় রাত ১০টা নাগাদ। ২০২০ সালের এপ্রিলে সামরিক সংঘর্ষ শুরু হওয়ার আগে ভারত সীমান্তে স্থিতাবস্থা পুনরুদ্ধার করতে চেয়েছিল। আলোচনার আগে, হট স্প্রিংস এলাকায় প্যাট্রোলিং পয়েন্টে সামরিক মোতায়েন হ্রাস করার বিষয়ে আশা করা হয়েছিল। চার মাস পরেও আলোচনায় যত তাড়াতাড়ি সম্ভব অবশিষ্ট সমস্ত বিরোধপূর্ণ স্থান থেকে সেনা প্রত্যাহারের জন্য চিনের উপর চাপ সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *