BJP:রাজ্যের ষাটটি মন্ডলে বিজেপির কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত

আগরতলা, ১৭ জুলাই৷৷ সংগঠনকে মজবুত করার লক্ষ্যে বিজেপির কেন্দ্রীয় কার্যকারিনী বৈঠকের পর অনুষ্ঠিত হয়েছে জেলা স্তরের কার্যকারিনী বৈঠক৷ রবিবার এক যোগে সাতটি মন্ডল এর কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ এদিন ৮ টাউন বড়দোয়ালী মণ্ডলের উদ্যোগে এক কার্যকরণী  বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ এদিনের এ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে অরুন্ধতীনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অগ্ণিবীণা হল গৃহে৷ উপস্থিত ছিলেন দলের সভাপতি তথা মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সহ মন্ডল সভাপতি এবং দলীয় কার্যকর্তারা৷এদিন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, মূলত সংগঠনকে মজবুত করার লক্ষ্যেই এই কার্যকারিনী বৈঠক৷ করোনা ভাইরাসের কারণে বছর তিনটি কার্যকারিনী বৈঠক হওয়ার কথা থাকলেও বিগত দিনে সেটি সম্ভব হয়নি৷ তাই দীর্ঘদিন পর এই কার্যকারীনি বৈঠক পুনরায় অনুষ্ঠিত হচ্ছে৷ এদিনের কার্যকারিনী বৈঠকে আগামী দিনের সাংগঠনিক বিভিন্ন বিষয়, অর্থনৈতিক এবং রাজনৈতিক বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তবে আগামী ২০২৩ এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে তা আর বলার অপেক্ষা রাখে না৷
২০২৩ এর বিধানসভা নির্বাচনকেতাকে কেন্দ্র করে প্রত্যেকটি দল তাদের নিজেদের সংগঠনকে মজবুত করতে মরিয়া হয়ে উঠছে৷ বাদ যাচ্ছে না শাসক দল বিজেপিও৷ প্রতিদিন একাধিক জায়গায় মন্ডল গুলির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বিজেপির কার্যকারিনী বৈঠক৷ রবিবার ৭ রামনগর মন্ডলের উদ্যোগে বিজেপির কার্যকরণী বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক কিশোর বর্মন, বিধায়ক সুরজিৎ দত্ত, সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, মন্ডল সভাপতি তাপস দে  সহ অন্যান্য দলীয় কর্মীরা৷
এদিন সুরজিৎ দত্ত বলেন, ২০২৩ এর নির্বাচনে দলকে আরো ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করতে হবে৷ তিনি বলেন এখন থেকেই ২৩ শের নির্বাচনের রণ কৌশল তৈরি করতে হবে দলকে৷ প্রত্যেককে ঝাঁপিয়ে পড়ে কাজ করতে হবে৷ এছাড়াও মন্ডল সভাপতি তাপস দে বলেন, করোনা ভাইরাসের প্রভাবে বছরে দু থেকে তিনটি কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও গত বছরে শুধুমাত্র একটি কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ এদিনের এই বৈঠকে দলের বর্তমান এবং ভবিষ্যতের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *