Manik Saha:রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তুলতে স্বাস্থ্য দপ্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে : মুখ্যমন্ত্রী

বক্সনগর, ১৬ জুলাই : রাজ্যের প্রধান হাসপাতালগুলিতে যেন সব ধরনের বিশেষজ্ঞ চিকিৎসা পরিষেবা চালু করা যায় তার জন্য রাজ্য সরকার সচেষ্ট। রাজ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের অভাব রয়েছে। তারপরেও কিভাবে এর সুরাহা করা যায় এর জন্য রাজ্য সরকার চিন্তা ভাবনা করছে। রাজ্যে দুটি মেডিকেল কলেজ রয়েছে। ডেন্টাল কলেজ স্থাপনের জন্য চেষ্টা করা হচ্ছে। সমগ্র রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তুলতে স্বাস্থ্য দপ্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ সিপাহীজলা জেলার মতিনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের দুটি পৃথক নতুন ভবনের দ্বারোদঘাটনের পর বক্সনগর নজরুল মঞ্চে আয়োজিত এক সমাবেশে মুখ্যমন্ত্রী প্রফেসার (ডাঃ) মানিক সাহা একথা বলেন।

উল্লেখ্য, মতিনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৩ কোটি ৫৫ লক্ষ টাকা ও বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৬ কোটি ৪৪ লক্ষ টাকা। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহিদ মিঞা ও রামচন্দ্র রুদ্রপালের হাতে আয়ুষ্মান কার্ড তুলে দেন।

সমাবেশে মুখ্যমন্ত্রী বলেন, শুধু ডাক্তার ও স্বাস্থ্যকর্মী দিয়ে ঠিক ঠিক স্বাস্থ্য পরিষেবা দেওয়া সম্ভব নয়, যতক্ষণ না পর্যন্ত জনগণ আন্তরিক ও স্বতঃস্ফূর্তভাবে এর সাথে যুক্ত হচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেন, বক্সনগরের মানুষের কাছে আজকের দিনটি অত্যন্ত আনন্দের দিন। নতুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন হয়েছে। এরফলে এখানকার জনগণের স্বাস্থ্য পরিষেবা পেতে সুবিধা হবে। মুখ্যমন্ত্রী বলেন, চিকিৎসার ক্ষেত্রে বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড়। চিকিৎসকদের উপর বিশ্বাস রাখতে হবে।

বিভিন্ন সময় চিকিৎসক নিগ্রহের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, অস্থির পরিবেশ তৈরি হলে ডাক্তারবাবুদের পরিষেবা দিতে অসুবিধা হয়। তখন সাহায্যের পরিবর্তে তারা অন্যত্র রেফার করে দায়িত্ব মুক্ত হতে চান। অথচ অনেক ক্ষেত্রে স্থানীয়ভাবেই যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব।

অনুষ্ঠানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের সাথে ভালো ব্যবহার করা উচিত। নিজেদের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে। হাসপাতালের যন্ত্রগুলিকে নিজেদের মতো করে ভাবতে হবে। হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সকলের। মুখ্যমন্ত্রী বলেন, সরকারের প্রতিটি দপ্তর মানুষের জন্য কাজ করছে। সব দপ্তরেই কর্মসংস্কৃতি বজায় রাখা এবং মানুষের সাথে সম্পর্ককে সঠিক রাখতে হবে।

তবেই উন্নয়নমূলক কাজ এবং যথাযথ পরিষেবা দেওয়া সম্ভব, বলেন মুখ্যমন্ত্রী। তিনি করোনা প্রতিরোধে কোভিডবিধি মেনে চলতে এবং গতকাল থেকে বিনামূল্যে চালু হওয়া কোভিডের বুস্টার ডোজ নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। দেশজুড়ে কোভিড মোকাবিলার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর যুগান্তকারী বিভিন্ন পদক্ষেপের জন্য মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

মুখ্যমন্ত্রী ডাঃ সাহা আজ প্রথমে সিপাহীজলার মতিনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করেন। এরপর তিনি ৩০ শয্যা বিশিষ্ট বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করেন। মতিনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী নবনির্মিত দুটি স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী রোগী, এলাকাবাসী, চিকিৎসাকর্মী সহ সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।

বক্সনগর নজরুল মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। স্বাগত বক্তব্য রাখেন পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা ডাঃ রাধা দেববর্মা। তাছাড়াও বক্তব্য রাখেন সিপাহীজলা জেলার জেলাশাসক বিশ্বশ্রী বি। উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব ড. দেবাশীষ বসু, বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার, বিশিষ্ট সমাজসেবী কিশোর বর্মণ, সমাজসেবী দেবব্রত ভট্টাচার্য্য, সমাজসেবী সুভাষ চন্দ্র সাহা ও রাজ্য হজ কমিটির চেয়ারম্যান মহম্মদ জসীমউদ্দীন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *