High Court:বাড়ছে করোনা, ২১ জুলাই হোক ভার্চুয়ালি, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

কলকাতা, ১৬ জুলাই (হি.স.) : রাজ্যে ফের চড়ছে করোনার গ্রাফ। স্বাস্থ্য দফতরের বুলেটিনই সে কথা বলছে। এই পরিস্থিতিতে ২১ জুলাইয়ের সমাবেশ ভার্চুয়ালি করা হোক, সেই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন এক চিকিৎসক।

শনিবার এই জনস্বার্থ মামলা দায়ের করেন তিনি। তাঁর বক্তব্য, যেভাবে রাজ্যে করোনা হু হু করে বাড়ছে, তাতে এই জনসমাবেশ ভার্চুয়ালি করাই শ্রেয়। যদি তা একান্তই না সম্ভব হয়, সেক্ষেত্রে করোনা বিধি মেনে সমাবেশ করার আবেদন জানান তিনি। হাইকোর্টে জনস্বার্থ মামলাটি করেন নামী চিকিৎসক সঞ্জীবকুমার মুখোপাধ্যায়। আগামী মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

রাজ্যে ইতিমধ্যেই করোনার চতুর্থ ঢেউ শুরু হয়েছে। মামলাকারীর বক্তব্য, সংক্রমণ বাড়ছে ক্রমেই। চিন্তায় রাখছে পজিটিভিটি রেট ও মৃত্যুর হার। এই পরিস্থিতিতে তৃণমূলের ২১ জুলাই শহিদ দিবস ভার্চুয়ালি করা হোক। একান্তই যদি তা সম্ভব না হয়, সেক্ষেত্রে বেশ কয়েকটি বিষয়ের উল্লেখ করেন তিনি। শুক্রবার স্বাস্থ্য দফতর যে বুলেটিন প্রকাশ করেছে, সেখানে একদিনেই সংক্রমিতের সংখ্যা ৩ হাজার ৬৭।

যত বাস, গাড়ি জেলা ও শহরতলি থেকে তৃণমূল সমর্থকদের নিয়ে আসবে, প্রতিটি আগে থেকে স্যানিটাইজ করতে হবে। যাঁরা দূর থেকে এক দু’দিন আগে শহরে চলে আসবেন, তাঁদের থাকার জায়গা স্যানিটাইজ করা, সম্ভব হলে জেলাভিত্তিক পার্টি অফিস থেকে ভ্যাকসিন ও বুস্টার ডোজ়ের বিষয়টি সুনিশ্চিত করা, আদালতে এই সমস্ত আর্জি জানান মামলাকারী। আইনজীবী শমীক বাগচী ও আইনজীবী নুর ইসলাম শেখ সংবাদমাধ্যমকে জানান, মামলাটি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি হবে।

মামলাকারীর কথায়, সমস্তরকম করোনা বিধি মেনে করতে হবে বিশাল জনসভা। প্রত্যেকের মাস্ক পরা অত্যাবশ্যক করতে হবে। সামাজিক দূরত্ববিধি যাতে মানা হয় তাও খেয়াল রাখতে হবে। জনসমাবেশের সমস্ত প্রবেশ গেটে স্যানিটাইজার চ্যানেল রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *