কলম্বো, ১৫ জুলাই (হি.স.): শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদ থেকে গোতাবায়া রাজাপাক্সের ইস্তফা গৃহীত হয়েছে। শুক্রবার জানালেন শ্রীলঙ্কার সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ার্ডেন। এদিন সকালে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, “হ্যাঁ, পদত্যাগ গৃহীত হয়েছে (গোতাবায়া রাজাপাক্সে), আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে…সদস্যদের শনিবার আমন্ত্রণ জানানো হবে (রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য)।”
জনরোষ এড়াতে গত বুধবার ভোররাতে দেশ ছেড়ে পালিয়েছেন গোতাবায়া রাজাপাক্সে। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিঙ্ঘে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেও বিক্ষোভকারীদের নিশানা হয়েছেন তিনি। বৃহস্পতিবার ইস্তফা দিয়েছেন গোতাবায়া, শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট কে হবেন, তা নিয়ে দ্বীপরাষ্ট্রে জল্পনা চলছে। সূত্রের খবর, আগামী সপ্তাহের মধ্যেই শ্রীলঙ্কার পরবর্তী স্থায়ী প্রেসিডেন্টের নাম ঘোষণা করার কথা।

