নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী কে কামারাজের জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করেছেন। শুক্রবার এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, ভারতের স্বাধীনতা সংগ্রামে এবং এক সুদক্ষ প্রশাসক হিসেবে তাঁর অবদান অবিস্মরণীয়। দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই এবং শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নে কামারাজ নিরন্তর কাজ চালিয়ে গিয়েছেন বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
১৯০৩ সালের ১৫ জুলাই তামিলনাড়ুর বিরুধুনগরে জন্মগ্রহণ করেছিলেন কে কামারাজ। কুমারস্বামী কামারাজ, যিনি কামারাজার নামে বেশি পরিচিত ছিলেন। ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিবিদ কে কামারাজ ১৯৫৪ সালের ১৩ এপ্রিল ১৯৬৩ সালের ২ অক্টোবর পর্যন্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর জন্মবার্ষিকীতে এদিন তামিল রাজনৈতিক জগতের অনেকেই তাঁকে স্মরণ করেছেন।