BRAKING NEWS

Ashish Saha:কংগ্রেস রাজ্যে জনজাগরণ সৃষ্টির চেষ্টা করছে : আশীষ সাহা

নিজস্ব প্রতিনিদি, কৈলাসহর, ১৫ জুলাই৷৷ ঊনকোটি জেলায় কংগ্রেস দলকে আরো শক্তিশালী করার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা এবং এআইসিসির সম্পাদিকা কংগ্রেসের রাজ্য ইনচার্জ জারিতা লাইটফ্লাং
এর নেতৃত্বে কংগ্রেস নেতৃবৃন্দ কৈলাশহরে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করেছেন৷ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস দল রাজ্যে সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে৷ কংগ্রেসের সবকটি সাংগঠনিক জেলায় কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃত্ব ছুটে যাচ্ছেন সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে৷ এই কর্মসূচির অঙ্গ হিসেবেই ঊনকোটি জেলার কৈলাশহরে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা ও এআইসিসির সম্পাদিকা কংগ্রেসের রাজ্য ইনচার্জ জরিতা লাইটফ্লাং এর নেতৃত্বে কংগ্রেস নেতৃত্বের এক প্রতিনিধিদল কলাশহর কংগ্রেস ভবনে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করেছেন৷ বৈঠকে সাংগঠনিক শক্তির ওপর গুরুত্ব আরোপ করেন নেতৃবৃন্দ৷ সাংগঠনিক বৈঠক শেষে কৈলাশহরের ঊনকোটি জেলা কংগ্রেস ভবনে  এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়৷ উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা  আশীষ কুমার সাহা, ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মহম্মদ বদরুজ্জামান পিসিসির সাধারন সম্পাদক রুদ্রেন্ধু ভট্টাচার্য,এআইসিসির ত্রিপুরা ইনচার্জ জারিতা লাইটফ্লাং সহ অন্যান্যরা৷ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক কংগ্রেস নেতা আশীষ কুমার সাহা বলেন কংগ্রেস দল রাজ্যে জনজাগরণ সৃষ্টি করার চেষ্টা করছে৷ রাজ্যের শাসকদল বিজেপির তীব্র সমালোচনা করতে গিয়ে আশিস বাবু বলেন তারা যেসব প্রতিশ্রুতি দিয়ে রাজ্যের শাসন ক্ষমতায় এসেছিল সেসব প্রতিশ্রুতি পালনের সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে৷ আসন্ন বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার আশঙ্কায় তারা সন্ত্রাস চালাচ্ছে এবং পুলিশকে দলদাসে পরিণত করেছে৷ রাজ্যে বর্তমানে একটি উন্নয়ন বিমুখ সরকার ক্ষমতাসীন রয়েছে বলে তিনি উল্লেখ করেন৷ তাদেরকে যেকোনো মূল্যে উৎখাত করতে হবে৷ একমাত্র কংগ্রেস দলকে শক্তিশালী করার মধ্য দিয়েই তা সম্ভব বলে তিনি উল্লেখ করেন৷ বিগত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জেলায় কংগ্রেস দল যেভাবে জয়ের ধারা অব্যাহত রেখেছে তা থেকেই প্রমাণিত হয় আসন্ন বিধানসভা নির্বাচনে ঊনকোটি জেলায় বিজেপির পরাজয় নিশ্চিত৷ প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার নেতৃত্বে রাজ্যে কংগ্রেস দল আরো শক্তিশালী হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷ কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা অভিযোগ করেন বর্তমান সরকারের আমলে মানুষের কথা বলার অধিকার হরণ করা হয়েছে৷ গণতান্ত্রিক অধিকার ভূলুন্ঠিত হয়েছে৷ গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের মৌলিক অধিকার রক্ষার তাগিদেই বিজেপিকে উৎখাত করে রাজ্যে কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার গঠনের জন্য সকলকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *