BRAKING NEWS

Biocon Bribery Case:বায়োকনের ঘুষ মামলায় জামিনের রায় সোমবার

নয়াদিল্লি, ১৫ জুলাই ( হি.স.) : শুক্রবার ফার্মা সংস্থা বায়োকন বায়োলজিক্স এবং ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)-র ঘুষ কাণ্ডে চার অভিযুক্তের জামিনের আবেদনের রায়দান স্থগিতা রাখল আদালত। সিবিআইয়ের বিশেষ আদালত জয়েন্ট ড্রাগ কন্ট্রোলার এস ইশ্বর রেড্ডি, দীনেশ দুয়া, এল প্রবীণ কুমার এবং গুলজিৎ শেঠির জামিনের আবেদনের রায় আগামী সোমবার ঘোষণা করবে বলে জানিয়েছে।

সিবিআই গত ২১ জুন ভ্যাকেশন বেঞ্চের কাছে ওই সংস্থার পাঁচ অভিযুক্তের ভয়েসের নমুনা রেকর্ড করার জন্য আবেদন করেছিল। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের আর এক অভিযুক্ত সহকারী ড্রাগ পরিদর্শক অনিমেশ কুমারের জামিন আবেদনের শুনানি হবে আগামী শনিবার।
গত জুন মাসে ইনসুলিন অ্যাসপার্ট ইনজেকশনের ফেজ-থ্রি ক্লিনিকাল ট্রায়ালের সময় বায়োকন সংস্থার এক কর্তা সিডিএসসিও-র জয়েন্ট ড্রাগ কন্ট্রোলার রেড্ডিকে চার লক্ষ টাকা ঘুষ দিতে গিয়ে সিবিআইয়ের হাতে ধরা পড়েন। তবে বায়োকন বায়োলজিক্সের প্রধান কিরণ মজুমদার শ অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *