BRAKING NEWS

Corona Rules:করোনাবিধি মেনে চলার জন্য আবেদন জানালেন সদর মহকুমা শাসক

আগরতলা, ১৪ জুলাই৷৷ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে সদর মহকুমা প্রশাসন বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে৷ বৃহস্পতিবার সদর মহকুমা শাসক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন৷ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে৷ তাতে বিভিন্ন মহলে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে৷ প্রশাসন জনগণকে সচেতন করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে৷ ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তর রাজ্যে করোনা বিধি কার্যকর করেছে৷ সরকারি অফিস আদালত জনবহুল এলাকা সহ সর্বত্র মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে৷ এছাড়াও সেনিটাইজার ব্যবহার সহ সামাজিক দূরত্ব বজায় রাখার উপর প্রশাসনের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে৷ 

লক্ষণীয় বিষয় হলো প্রশাসনের তরফ থেকে করোণাবিধি মেনে চলার জন্য আহ্বান জানানো হলেও একাংশের মানুষজন তাতে কর্ণপাত করছেন না৷ এ ধরনের অবহেলা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে৷ সে কারণেই সদর মহকুমা শাসক অসীম সাহার নেতৃত্বে প্রশাসনের প্রতিনিধিরা বৃহস্পতিবার আগরতলায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে এক সচেতনতামূলক আলোচনা চক্রে মিলিত হন৷ আলোচনাকালে সদর মহকুমা শাসক অসীম সাহা ব্যবসায়ী নেতৃবৃন্দর কাছে অনুরোধ জানিয়েছেন, সামাজিক দূরত্ব বজায় রেখে এবং প্রত্যেকে মাস্ক পরিধান করে ব্যবসা-বাণিজ্য করার জন্য৷ পাশাপাশি ক্রেতারাও যাতে মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলেন সে বিষয়ে তাদেরকে সচেতন করার জন্য৷ ব্যবসায়ী নেতৃবৃন্দের কাছে মহকুমা শাসক অনুরোধ জানিয়েছেন তাদের পক্ষ থেকে যেন মাইকযুগে নিয়মিত প্রচার করার ব্যবস্থা করা হয়৷ মহকুমা শাসক আরো বলেন বিগত দিনগুলিতেও করোনা সংক্রমণ মোকাবেলায় ব্যবসায়িসহ সাধারণ মানুষ যেভাবে সহযোগিতা করেছেন তা অবশ্যই প্রশংসার যোগ্য৷ করোনা মোকাবেলায় সচেতনতাই একমাত্র পথ৷ 

এছাড়া যারা এখনো ভ্যাকসিনের তৃতীয় ডোজ নেয়নি তাদের জন্য তৃতীয় ডোজের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছেন মহকুমা শাসক৷ প্রসঙ্গক্রমে তিনি আরো বলেন আগরতলা শহর এলাকার বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দদের সঙ্গেও এসব বিষয় নিয়ে তিনি বৈঠক করবেন৷ বিগত দিনগুলিতে ক্লাবগুলো প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে এবং মানুষের পাশে দাঁড়িয়েছে বলে তিনি জানান৷ করোনা মোকাবেলায় জনগণকে সচেতন হতে হবে৷ সরকার বা প্রশাসনের উদ্যোগই এক্ষেত্রে যথেষ্ট নয়৷ জনগণ সচেতন না হলে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এমনকি প্রাণহানি যথেষ্ট আশঙ্কা রয়েছে৷ স্বাভাবিক কারণেই এ বিষয়ে সকলকে সচেতন হওয়া খুবই জরুরী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *