নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই৷৷ দশ দিন পর প্রবীণ সাংবাদিকের উপর হামলার পরিপ্রেক্ষিতে একজনকে গ্রেফতার করল এনসিসি থানার পুলিশ৷ আটককৃত অভিযুক্তের নাম রূপম দেবনাথ৷ উল্লেখ্য গত তিন জুলাই রাজ্যের প্রবীণ সাংবাদিক তাপস কুমার দাস উনার কাজ সেরে বাড়ি ফেরার পথে রাতে সার্কিট হাউজ সংলগ্ণ এলাকায় তার ওপর একদল দুষৃকতী নৃশংসভাবে আক্রমণ করে৷ উনার ব্যাগ ছিনিয়ে নিয়ে যাওয়া হয়৷ ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন তিনি৷ এর পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে পুলিশ তদন্তে নামে৷ কিন্তু আর পাঁচটা ঘটনার মতো ঘটনার নয় দিন পেরিয়ে গেলেও পুলিশ এই ঘটনার সঙ্গে যুক্ত কাউকে আটক করতে ব্যর্থ হয়৷ এরই পরিপ্রেক্ষিতে গতকাল এনসিসি থানার সামনে নীরব বিক্ষোভ প্রদর্শন করেন স্যন্দন পত্রিকার বিভিন্ন সদস্যরা৷ এরপরে এনসিসি থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে কথা বলেছেন তারা৷ নীরব প্রতিবাদের ২৪ ঘন্টা অতিবাহিত হওয়ার মধ্যেই আজ দুপুর নাগাদ রূপম দেবনাথকে আটক করেছেন এন সি সি থানার পুলিশ৷ জানা যায় অভিযুক্ত ওই ব্যক্তি লেইক চৌমহূনী বাজারে মাংস বিক্রি করে৷ তাকে জিজ্ঞাসামুলেই এ কাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্যদের হদিশ মিলবে বলে আশা প্রকাশ করেছেন পুলিশ আধিকারিক৷ এখন দেখার সাংবাদিক নিগ্রহ কাণ্ডে পুলিশ কতটুকু সমর্থ হয় দোষীদের শাস্তি দিতে৷