চণ্ডীগড়, ১৪ জুলাই ( হি.স.) : বিধায়কদের ফোনে হুমকি কলের ইস্যুতে কঠোর হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। তিনি ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
উল্লেখযোগ্যভাবে, গত দুই সপ্তাহে প্রায় পাঁচজন বিধায়ক ফোনে হুমকি কল পেয়েছেন। মুখ্যমন্ত্রী বিষয়টি আমলে নিয়ে আধিকারিকদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এদিন খট্টর টুইট করে বলেন, কাউকে রাজ্যের আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে দেওয়া হবে না। বিধায়কদের হুমকির বিষয়ে এদিন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের কাছ থেকে তথ্য নেওয়ার পরে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কাউকে রাজ্যের আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে দেওয়া হবে না। প্রয়োজনে কঠোরভাবে মোকাবেলা করা হবে।