বেজিং, ১৩ জুলাই (হি. স.) : ভয়াবহ তাপপ্রবাহের জেরে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি হয়েছে চিনের ৮৬টি শহরে। রেকর্ড গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। এবার অতিরিক্ত গরমে ছাদের টালিতে ধরছে ফাটল।
ভয়াবহ তাপপপ্রবাহের জেপে চিনের এক ওয়াইল্ড লাইফ পার্কে প্রতিদিন ৮ টন বরফ ব্যবহৃত হচ্ছে পশুপাখিদের স্বস্তি দেওয়ার জন্য। চংকিং শহরেও একটি মিউজিয়ামের ছাদের টালি ফেটে গিয়েছে । চিনের অন্যতম উষ্ণ শহর নানজিংয়ের অবস্থা আরও করুণ। ইতিমধ্যেই সেখানে মাটির তলায় তৈরি করা হয়েছে বাসস্থান। গত রবিবার থেকেই গরমের হাত থেকে বাঁচতে অনেকেই সেখানে ঠাঁই নিয়েছেন। সেই বাঙ্কারগুলিতে রয়েছে ওয়াইফাই, বই এমনকী মাইক্রোওয়েভ আভেনও।
এদিকে করোনার দাপট কাটিয়ে সাংহাইয়ের আড়াই কোটি মানুষের সামনে এর মধ্যেই নয়া চ্যালেঞ্জ রেকর্ড গরম। অতিরিক্ত গরমের জন্য মঙ্গলবার থেকে শহরে জারি করা হয়েছে লাল সতর্কতা।