দেহরাদূন, ১৩ জুলাই (হি.স.): উত্তরাখণ্ডের তেহরি গাড়োয়াল জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গঙ্গা নদীতে পড়ে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি। ওই গাড়িতে উত্তর প্রদেশের ৪ জন পুণ্যার্থী ছিলেন, কাউকে খুঁজে পাওয়া যায়নি। সকলেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে কৌদিয়ালা এলাকায়। গঙ্গাবক্ষে গাড়ির যাত্রীদের খোঁজ চালাচ্ছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। গাড়ির নম্বর প্লেট উদ্ধার হয়েছে। পাশাপাশি একটি ব্যাগ ও পঙ্কজ শর্মা (৫২) নামে একজন ব্যক্তির আধার কার্ড ও একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে।
পঙ্কজ শর্মার পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ১০ জুলাই উত্তর প্রদেশের মেরঠ থেকে কেদারনাথের উদ্দেশে রওনা হয়েছিলেন পঙ্কজ শর্মা, গুলবীর জৈন (৪০), নীতিন (২৫) ও হর্ষ গুর্জার (১৯)। বুধবার সকালে কেদারনাথ থেকেই তাঁরা ফিরছিলেন, সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে গঙ্গায় পড়ে যায় গাড়িটি। বুধবার বিকেল পর্যন্ত দেহ উদ্ধার হয়নি বলে জানা গিয়েছে।