ইসলামাবাদ, ১২ জুলাই ( হি.স.) : পাকিস্তানের বেলুচিস্তানে প্রবল বর্ষণে নেমে এসেছে বিপর্যয়। বন্যার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ভারী বৃষ্টিতে ২৪ শিশুসহ ৬২ জনের মৃত্যু হয়েছে। এতে আক্রান্ত হয়েছেন শতাধিক মানুষ। প্রবল বৃষ্টির কারণে বেলুচিস্তান প্রদেশে দুর্ঘটনায় প্রায় ৪৮ জন আহত হয়েছে এবং ৬৭০ টিরও বেশি বাড়ি ধসে পড়েছে।
পাকিস্তানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বোলান, কোয়েটা, ঝোব, দাক্কি, খুজদার, কোহলু, কেচ, মাস্তুং, হারনাই, কিলা সাইফুল্লাহ এবং সিবিতে জীবন ও সম্পত্তির সর্বাধিক ক্ষতি হয়েছে। বৃষ্টির কারণে হাব বাঁধের জলস্তর বেড়ে দাঁড়িয়েছে ৩৩৪ ফুট, অথচ এর ক্ষমতা ৩৩৯ ফুট।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, পিএএফ ঘাঁটি মাসরুরে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১১৯.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ওরাঙ্গি টাউন ৫৬.২ মিমি, কায়দাবাদ ৫৬ মিমি, পুরাতন বিমানবন্দর ৪৯.৮ মিমি। গুলশান-ই-হাদিদে ৪৬.৫ মিমি, নাজিমাবাদ ৩১.৮ মিমি, জিন্নাহ টার্মিনাল ২৯.৬ মিমি বৃষ্টি রেকর্ড করা হয়েছে।