বাঁকুড়া, ১২ জুলাই (হি. স.) : আইনজীবী পরিচয় দিয়ে কাজ করতে গিয়ে ধরা পড়লো এক ব্যাক্তি। সোমবার বাঁকুড়া আদালতের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিষয়টি পুলিশের গোচরে আনা হয়।তারপর তাকে পুলিশ গ্ৰেফতার করে।আজ তাকে আদালতে পেশ করা হয়। কোনও আইনজীবী তার পক্ষ অবলম্বন না করায় বিচারপতি তার জামিন নামঞ্জুর করেন।
বাঁকুড়া আদালতের বার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য প্রবীণ আইনজীবী অরূপ ব্যনার্জী বলেন বেশ কিছু দিন ধরেই সুরজিৎ শর্মা নামক জনৈক ব্যাক্তি নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাজে হস্তক্ষেপ করছিল। আদালতে মামলা র কাজে আসা মানুষের মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছিল বলে অভিযোগ আসে।বিষয়টি পুলিশকে জানানো হয়।পুলিশ তাকে গ্রেফতার করে।জানা গেছে ওই ব্যক্তি কলকাতার কসবার বাসিন্দা।বাঁকুড়া শহরের রামপুরে বাড়ি ভাড়া করে বসবাস করছিল।