চাঁচল, ১২ জুলাই (হি. স.) : আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল মালদার চাঁচল থানার পুলিশ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে চাঁচল থানার মতিহারপুর অঞ্চল এলাকায়। ঘটনায় আরও একজন পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মেরাজুল হক(৩২)। বাড়ি চাঁচল থানার জালালপুর অঞ্চলের কৃষ্ণপুর এলাকায়। ধৃতের কাছ থেকে একটি অবৈধ পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। মেরাজুল হক অসমে ফেরি করে ব্যবসা চালাতেন। এলাকায় কুখ্যাত দুষ্কৃতী বলে পরিচিত তিনি। ইদ উৎসবের জন্য ভিনরাজ্য থেকে সম্প্রতি বাড়ি ফিরেছিলেন দুই বন্ধু। পরিকল্পনা ছিল এলাকায় লুট চালানোর। সেই মতো প্রায় দশ কিমি দূরে আরেক বন্ধুর বাড়িতে ডাকাতির ছক কষা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিশ। অভিযান চলাকালীন একজনকে গ্রেফতার করা হলেও অন্যজন এলাকা ছেড়ে পালিয়ে যায়। তদন্তের স্বার্থে পলাতক ব্যক্তির পরিচয় গোপন রেখেছে পুলিশ।