কলকাতা, ১১ জুলাই (হি.স.): বর্ষার প্রভাব দেখা দিতে শুরু করেছে দক্ষিণবঙ্গে। বর্ষাকালে ঠিক যেমনটা হয়, কখনও মেঘ আবার কখনও রোদ, আবার কখনও বৃষ্টিও হয়। আবহাওয়ার এমনই খামখেয়ালিপনা শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বিভিন্ন সময় দফায় দফায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামতেই ফের রোদ উঠছে। রোদ-বৃষ্টির খেলায় মেতেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। আলিপুর আবহাওয়া দফতর সূত্র্রের খবর, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামী পাঁচ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
সোমবার সকাল থেকেই রোদ ঝলমলে ছিল কলকাতা ও সংলগ্ন জেলাগুলির আকাশ। মাঝেমধ্যেই রোদের আনাগোনাও হয়েছে। কোথাও কোথাও বৃষ্টিও হয়েছে। গত সপ্তাহে যেমন গরম ছিল, সোমবার থেকে সেই গরম উধাও। মনোরম পরিবেশ ফিরেছে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। এদিকে, উত্তরবঙ্গের পার্বত্য, ডুয়ার্স ও সমতল এলাকায় বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে টানা ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।