Manik Sarkar:মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন টেট উত্তীর্ণ বেকাররা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷ টেট উত্তীর্ণ বেকাররা সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন৷ সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান তারা৷ 

মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে টেট উত্তীর্ণ বেকাররা জানান ২০২১ সালে তারা উত্তীর্ণ হয়েছেন৷ এখনও পর্যন্ত তাদেরকে নিয়োগ করা হয়নি৷ তাতে তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন৷ টেট উত্তীর্ণ প্রত্যেক চাকুরী প্রার্থীকে একই সঙ্গে নিয়োগের জন্য তারা মুখ্যমন্ত্রীর কাছে জোরালো দাবি জানান৷ মুখ্যমন্ত্রী টেট উত্তীর্ণ বেকারদের সমস্যা সম্পর্কে বিস্তারিত ভাবে অবহিত হওয়ার পর বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন৷ 

মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টেট উত্তীর্ণ বেকাররা জানান মুখ্যমন্ত্রী তাদেরকে যে আশ্বাস দিয়েছেন তাতে তারা খুশি৷ তারা আশা ব্যক্ত করেছেন শীঘ্রই তাদের প্রত্যেককে একই সঙ্গে নিয়োগ করা হবে৷ একই সঙ্গে ট্যাট উত্তীর্ণ বেকারদের নিয়োগ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনের শামিল হবেন বলেও জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *