Udaipur:উদয়পুরে প্রসেনজিৎ স্মৃতি ক্রিকেটের ফাইনাল ১৪ই, রাজারবাগ-বিবেক সংঘ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই।। পবিত্র ঈদের কারণে ফাইনাল ম্যাচ চার দিন পিছিয়ে, এখন তা হচ্ছে আগামী ১৪ জুলাই। খেতাবি লড়াই বলে কথা। একদিকে রাজারবাগ প্লে সেন্টার এবং অপরদিকে বিবেক সংঘ। চ্যাম্পিয়নের শিরোপা পেতে দুই দলই মরিয়া। আয়োজক উদয়পুর ক্রিকেট এসোসিয়েশন। প্রসেনজিৎ স্মৃতি সিনিয়র ক্লাব ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ১৪ জুলাই, বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে। খেলা হবে জামজুরি মাঠে। ওইদিন সকাল ৯টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে। ওইদিন  মাঠে ফাইনাল ম্যাচ দেখতে প্রচুর দর্শকের আগমন ঘটবে বলে উদ্যোক্তারা আশাবাদী। উল্লেখ্য, গত ৭ এপ্রিল থেকে ৮ দলীয় এই টুর্নামেন্ট আরও আগেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু লাগাতর বৃষ্টিসহ অনিবার্য কিছু কারণে টুর্নামেন্টে বিঘ্ন ঘটায়, আগামী ১৪ জুলাই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে তা শেষ হচ্ছে। ৬ জুলাই প্রথম সেমিফাইনালে রাজারবাগ প্লে সেন্টার লো-স্কোরিং একটি সাদামাটা ম্যাচে প্রতিপক্ষ রিক্রিয়েশন সেন্টার-কে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে। দু’দিন বাদে ৮ জুলাই, দ্বিতীয় সেমিফাইনালে বিবেক সংঘও একই রকম লো-স্কোরিং অপর এক ম্যাচে প্রতিপক্ষ কিল্লা বরক কোচিং সেন্টার-কে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। বলা বাহুল্য, গত ৩০ এপ্রিল লিগ পর্যায়ের খেলায় রাজারবাগ প্লে সেন্টার এবং বিবেক সংঘ পরস্পরের মুখোমুখি হয়েছিল। তাতে রাজারবাগ প্লে সেন্টার টসে হারলেও প্রথমে ব্যাটিং-এর সুযোগ পেয়ে ৪২.২ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে। জবাবে বিবেক সংঘ ৩৩.২ ওভার খেলে ১০৩ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। ব্যক্তিগত ৪৭ রানের ইনিংস এবং দুই উইকেট প্রাপ্তির সুবাদে রানা দত্ত পেয়েছিল ম্যাচের সেরার খেতাব। রাজার বাগ প্লে সেন্টার ১০৫ রানের ব্যবধানে ওই ম্যাচে জয়লাভ করেছিল। ১৪ জুলাই চূড়ান্ত খেলায় কোন দল জয়ের হাসি হাসে এবং চ্যাম্পিয়ন হয়, সেটাই এখন আলোচ্য বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *