BRAKING NEWS

Covid19:ডিমা হাসাওয়ে করোনায় আক্রান্ত চার

হাফলং (অসম), ১১ জুলাই (হি.স.) : প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ডিমা হাসাও জেলায় প্রচুর ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি বহু এলাকায় বাড়িঘর ভূমিধস এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। অতি সাম্প্রতিককালের প্রাকৃতিক দুর্যোগের রেশ কাটতে না-কাটতেই পাহাড়ি জেলায় এবার করোনাও চোখ রাঙাতে শুরু করেছে।

সমগ্র দেশের পাশাপাশি অসমের বিভিন্ন জেলায় প্রতিদিনই করোনা রোগীর তথ্য প্রকাশ হচ্ছে। সমগ্র দেশে করোনার চতুর্থ ঢেউ আবার আতঙ্ক বাড়াচ্ছে। এই অবস্থায় ডিমা হাসাও জেলায় নতুন করে চার জন করোনায় আক্রান্ত হয়েছেন। রবি ও সোমবার মিলে দুদিনে চারজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে প্রাপ্ত খবরে প্রকাশ।

ডিমা হাসাও জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ সূত্রে জানা গেছে, রবিবার পাহাড়ি জেলায় তিনজন করোনায় আক্রান্ত হওয়ার পর আজ সোমবার একজনকে করোনায় আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। বর্তমানে ডিমা হাসাওয়ে সক্রিয় করোনা রোগীর সংখ্যা চার জন। তবে এই চার জনকেই হোম আইসোলেশনে রাখা হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *