ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই।। রাইওকামি দল দুর্দান্ত জয় পেয়েছে। হারিয়েছে আয়োজক পিত্রাকামি দলকে, ৩-১ গোলের ব্যবধানে। কিল্লায় আয়োজিত পিত্রাকামি প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ খেলায় রাইওকামী দল ৩-১ গোলের ব্যবধানে পিত্রাকামি দলকে পরাজিত করেছে। প্রথমার্ধে বিজয়ী দল ২-১ গোলে এগিয়ে ছিল। খেলার ১৮ মিনিটের মাথায় পিত্রাকামির জাগ্গু জমাতিয়া একটি গোল করে দলকে এগিয়ে দিলেও পরবর্তী সময়ে এই গোলটি ধরে রাখতে পারেনি। খেলার ২৬ মিনিটের মাথায় রাইওকামির নায়থক জমাতিয়া গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। ৬ মিনিট বাদে রাইওকামির জ্যাক জমাতিয়া আরও একটি গোল করে দলকে ২-১ এ এগিয়ে দেয়। দ্বিতীয়ার্ধের শুরুতে রাইওকামির রাজীব জমাতিয়া আরও একটি গোল করে ব্যবধান বাড়িয়ে ৩-১ করে নেয়। ম্যাচ পরিচালনায় ছিলেন পুষ্প সাধন জমাতিয়া।
2022-07-10