Northeast Frontier Railway:সাপ্তাহিক গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন চালাবে উত্তরপূর্ব সীমান্ত রেল

পূর্ববৎ চলবে দ্বি-সাপ্তাহিক ডিব্রুগড়-চণ্ডীগড় এক্সপ্রেস

গুয়াহাটি, ১০ জুলাই (হি.স.) : দক্ষিণ ভারত ভ্রমণকারী যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ের পক্ষ থেকে কাটিহার-তিরুবনন্তপুরম সেন্ট্রাল-কাটিহারের মধ্যে উভয় দিক থেকে পাঁচটি ট্রিপের জন্য একটি গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া ডিব্রুগড়-চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসের পরিষেবার প্রকৃত রুটিন অনুযায়ী দ্বি-সাপ্তাহিক হিসেবে পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছেন এনএফ রেলওয়ে কর্তৃপক্ষ। জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

বিস্তারিত তথ্য দিয়ে এনএফ রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, ট্রেন নম্বর ০৫৭৯৬ (কাটিহার-তিরুবনন্তপুরম সেন্ট্রাল) স্পেশাল ১২ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত প্রত্যেক মঙ্গলবার কাটিহার থেকে ১৭.০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে প্রত্যেক বৃহস্পতিবার ১৯.২৫ ঘণ্টায় তিরুবমন্তপুরম সেন্ট্রাল পৌঁছবে। ট্রেন নম্বর ০৫৭৯৫ (তিরুবন্তপুরম সেন্ট্রাল-কাটিহার) স্পেশাল ১৫ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত প্রত্যেক শুক্রবার তিরুবনন্তপুরম সেন্ট্রাল থেকে ১৯.৪০ ঘণ্টায় রওয়ানা দিয়ে প্রত্যেক রবিবার ২২.৩০ ঘণ্টায় কাটিহার পৌঁছবে। ট্রেনটিতে ২২টি কামরা থাকবে। তার মধ্যে অন্তর্ভুক্ত আছে একটি এসি থ্রি টায়ার কোচ, ১১টি স্লিপার ক্লাস কোচ, আটটি জেনারেল সিটিং এবং দুটি সেকেন্ড ক্লাস সিটিং কাম লাগেজ কোচ।

তিনি জানান, ট্রেন নম্বর ১৫৯০৩ (ডিব্রুগড়-চণ্ডীগড়) এক্সপ্রেস নিজের প্রকৃত রুটিন অনুযায়ী ২২ জুলাই থেকে পুনরায় চলাচল করবে। ট্রেনটি ডিব্রুগড় থেকে সোম ও শুক্রবার ০৮.০৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে বুধ ও রবিবার ১৩.২০ ঘণ্টায় চণ্ডীগড় পৌঁছবে। ট্রেন নম্বর ১৫৯০৪ (চণ্ডীগড়-ডিব্রুগড়) এক্সপ্রেস নিজের প্রকৃত রুটিন অনুযায়ী ২৪ জুলাই থেকে পুনরায় চলাচল করবে। ট্রেনটি চণ্ডীগড় থেকে বুধ ও রবিবার ২৩.২০ ঘণ্টায় রওয়ানা দিয়ে শনি ও বুধবার ০৭.৫৫ ঘণ্টায় ডিব্রুগড় পৌঁছবে। এই স্পেশাল ট্রেনটিতে ২২টি কামরা থাকবে। তার মধ্যে অন্তর্ভুক্ত আছে চারটি এসি থ্রি টায়ার কোচ, একটি এসি টু টায়ার কোচ, ১১টি স্লিপার ক্লাস কোচ, তিনটি জেনারেল সিটিং, একটি প্যান্ট্রি কার এবং দুটি ব্রেক, লাগেজ কাম জেনারেটর কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *