ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই।। বিলোনিয়ায় আয়োজিত সুখেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট বেশ জমজমাট পর্যায়ে। আজ, রবিবার টুর্নামেন্টের সপ্তম ম্যাচটি যথেষ্ট উত্তেজনাপূর্ণ অবস্থায় শেষ হয়েছে। মলসুম পাথর ফুটবল ক্লাব পেনাল্টি শুট আউটে ৪-৩ গোলে জয়ী হয়েছে। হারিয়েছে তইছামা ফুটবল ক্লাবকে। প্রচন্ড উত্তেজনাপূর্ণ এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তাতে মলসুম পাথর ফুটবল ক্লাব ৪-৩ এ জয় ছিনিয়ে নেয়। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি টিংকু দে, দীপক মহাজন ও রাজীব মজুমদার।
2022-07-10

