BRAKING NEWS

Jharkhand:শীর্ষ মাওবাদী নেতাকে গ্রেফতার করল ঝাড়খণ্ড পুলিশ

কলকাতা, ৯ জুলাই (হি স)। প্রশান্ত বসু ওরফে কিসানদার পর এ বার ঝাড়খণ্ড পুলিশের হাতে গ্রেফতার হলেন মাওবাদীদের অন্যতম শীর্ষ নেতা নন্দলাল সোরেন ওরফে পবিত্রদা। তাঁর মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা।

ঝাড়খণ্ড পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সিপিআই (মাওবাদী) সংগঠনের ঝাড়খণ্ডে এরিয়া কমিটির এই সদস্য হিতেশ এবং বিজয়দা নামেও পরিচিত ছিলেন। ঝাড়খণ্ড পুলিশের তরফে শনিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে ঝাড়খণ্ড পুলিশ এবং সিআরপিএফ কর্মীদের সমন্বয়ে গঠিত একটি দল পীরতন্ড থানা এলাকার কোদাদিহ গ্রামে অভিযান চালিয়ে তাকে পবিত্রদাকে করে। ওই এলাকার তোপচাঁচি লাগোয়া জঙ্গল মাওবাদীদের অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত।

৫৫ বছরের পবিত্রদা এর আগে কখনও জেলে যাননি। তবে তাঁর স্ত্রী তথা মাওবাদী নেত্রী চাঁদমুনি মুর্মু এখন জেলবন্দি। তাঁর বিরুদ্ধে দুমকা জেলায় তিনটি ফৌজদারি মামলা রয়েছে। পবিত্রদার ভাগ্নে চমন ওরফে লম্বু, পশ্চিম সিংভূম জেলার সারান্ডা এলাকায় সক্রিয় একজন ‘ওয়ান্টেড’ মাওবাদী নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *