Sports:জাতীয় দাবা সম্পন্ন, অর্শিয়া জয়ী, অনাবিল, দিগন্ত-র মিশ্রফল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই।। দুর্দান্ত জয় পেয়েছে অর্শিয়া। প্রথম রাউন্ডের মত শেষ রাউন্ডেও সোনার মেয়ে অর্শিয়া দুরন্ত জয় দিয়েই শেষ করেছে এবারকার জাতীয় অনূর্ধ্ব ১৭ দাবার আসর। এদিকে, শেষ রাউন্ডেও পরাজয়ের নাগপাশ থেকে বেরিয়ে আসতে পারেনি ত্রিপুরার অপর দুই প্রতিভাবান দাবাড়ু দিগন্ত ও অনাবিল। ওড়িশায় আয়োজিত ৩২-তম জাতীয় অনূর্ধ্ব ১৭ গার্লস চেস চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার অর্শিয়া আজ, শনিবার ১১-তম তথা অন্তিম রাউন্ডে উত্তরপ্রদেশের প্রাচী ভূষণকে হারিয়ে দুর্দান্ত জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করেছে। ১১ রাউন্ডের খেলায় অর্শিয়া ৬ পয়েন্ট পেয়ে ২৪-তম রেংকে নিজেকে স্থির করেছে। প্রথম রাউন্ডে অর্শিয়া, ওড়িশার প্রত্যাশা জেনা-কে, তৃতীয় রাউন্ডে কর্নাটকের মনসা-কে, ষষ্ঠ রাউন্ডে আসামের সুস্মিতা ভৌমিক-কে এবং সপ্তম রাউন্ডে কেরালার আস্থা জয়-কে পরাজিত করেছে। নবম রাউন্ডের ড্র করেছিল ওড়িশার সাইরুপার সঙ্গে। ১০-ম রাউন্ডেও ওড়িশার জেনা সুহানার সঙ্গে ড্র করে পয়েন্ট ভাগ করে নিয়েছে। এদিকে, ওড়িশার কিট ও কিস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ৩২-তম জাতীয় অনূর্ধ্ব ১৭ ওপেন দাবার আসরে ত্রিপুরার দিগন্ত রায় আজ, শনিবার ১১-তম অর্থাৎ শেষ রাউন্ডেও পরাজিত হয়েছে। হেরেছে বিহারের বিশাল শর্মার কাছে। দিগন্ত মোট ৫ পয়েন্ট পেয়ে এবারকার আসরে ৩৭-তম স্থান পেয়েছে। প্রথম রাউন্ডে দিগন্ত তেলেঙ্গানার ক্যান্ডিডেট মাস্টার কার্তিক সাই-কে হারিয়ে, তৃতীয় রাউন্ডে মধ্যপ্রদেশের মিশ্র কামাত-কেও হারিয়েছিল। ৪র্থ রাউন্ডে ওড়িশার জগদীশ বারীকের সঙ্গে ড্র-এর পর ষষ্ঠ রাউন্ডে ফের জয়ী হয়েছিল বিহারের দিব্যাংশু কুমার সিং-কে হারিয়ে। অষ্টম রাউন্ডে পশ্চিমবঙ্গের অংশুমান গাঙ্গুলীর সঙ্গে ম্যাচ ড্র করতে বাধ্য হয়েছিল। নবম রাউন্ডে জয় পেয়েছিল ওড়িশার সত্যম সর্বজিত মিশ্রকে হারিয়ে। একই টুর্নামেন্টে ত্রিপুরার অপর দাবারু অনাবিল গোস্বামীও আজ অন্তিম রাউন্ডে পরাজয়ের শিকার হয়েছে। হেরেছে কর্ণাটকের মানভিথ কানাজালু-র কাছে। ১১ রাউন্ডের শেষে অনাবিলও মোট ৫ পয়েন্ট পেয়ে ৩৮-তম স্থান পেয়েছে। প্রথম রাউন্ডে অনাবিল মহারাষ্ট্রের গৌরাঙ্গ ভাঘের কাছে হারলেও পরবর্তী দুই রাউন্ডে তামিলনাড়ুর বালসুব্রামানিয়াম ও গোকুল কৃষ্ণকে হারিয়ে বেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল। ষষ্ঠ ও সপ্তম রাউন্ডে অনাবিল ফের পরপর দুটো জয় পেয়েছে ওড়িশার তন্ময় তালিন বেহেরা ও হরিয়ানার বিভানকে হারিয়ে। ৯ম রাউন্ডের জয় পেয়েছিল পশ্চিমবঙ্গের প্রিয়াংশু বড়ুয়াকে হারিয়ে। সারা দেশ থেকে দুটি বিভাগে মোট ১২৪ জন দাবাড়ু অংশগ্রহণ করেছিল। উল্লেখ্য, বালিকা বিভাগে মহারাষ্ট্রের ভাগ্যশ্রী পাতিল (ওয়ার্ল্ড ফিডে মাস্টার) সর্বাধিক ৯ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ওপেন বিভাগে আসামের মৈয়াঙ্ক চক্রবর্তী (ক্যান্ডিডেট মাস্টার) সাড়ে আট পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন খেতাব অর্জন করেছে।