ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই।। রাজ্য স্কুল রেটিং দাবা প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামীকাল থেকে। দু’দিন ব্যাপী ৯ রাউন্ডের এই প্রতিযোগিতা চলবে ১১ জুলাই পর্যন্ত। অল ইন্ডিয়া চেস ফেডারেশন এবং অল ত্রিপুরা চেস এসোসিয়েশনের যৌথ উদ্যোগে দু’দিনব্যাপী রাজ্য স্কুল রেটিং দাবা শুরু হওয়ার কথা ছিল ১৯ জুন থেকে। কিন্তু লাগাতর বৃষ্টির জন্য তা স্থগিত রাখা হয়েছিল। এরপরই ঘোষনা হয়েছিল ১০ ও ১১ জুলাই হবে এই টুর্নামেন্ট। প্রসঙ্গত: তামিলনাড়ুর চেন্নাইয়ে অনুষ্ঠিতব্য ৪৪-তম চেস অলিম্পিয়াডকে সামনে রেখেই হচ্ছে এই আসর। রাজ্য স্তরীয় এই প্রতিযোগিতায় সেরা দুইজন বালক এবং বালিকাদের পাশাপাশি সরকারি বিদ্যালয় থেকে সেরা একজন করে ছেলে এবং মেয়ে – মোট ৬ জনকে চেন্নাইয়ে অনুষ্ঠেয় ৪৪-তম চেস অলিম্পিয়াডে বিশ্ব বরেন্য দাবাড়ুদের খেলা দেখার সুযোগ করে দেবে ফেডারেশন বিনা খরচে। উল্লেখ্য, রাজ্য স্তরীয় এই প্রতিযোগিতায় স্কুল ভিত্তিক অনূর্ধ্ব ১৫ ওপেন রেটিং চেস টুর্নামেন্টে মোট ১০০ জন খেলবে বলে নাম নথিভুক্ত করেছে। একই টুর্নামেন্টের বালিকা বিভাগে ৪৫ জন অংশ নিচ্ছে। খেলা হবে রাজধানীর এনএসআরসিসি স্পোর্টস কমপ্লেক্সে জুডো হলে। আগামীকাল বেলা এগারোটায় প্রতিযোগিতা শুরু হবে। প্রথম দিন চার রাউন্ড এবং শেষ দিন ৫ রাউন্ডের খেলা হবে। টুর্নামেন্ট ডিরেক্টরের ভূমিকায় থাকবেন অভিজিৎ ঘোষ। চিফ আরবিটারের ভূমিকায় অনুপম ভট্টাচার্য এবং ডেপুটি চিফ আরবিটারের ভূমিকায় মিঠুন পাল। উল্লেখ্য, স্কুল পড়ুয়া প্রত্যেক দাবারুকে নিজ নিজ স্কুলের পোশাক এবং আই-কার্ড সঙ্গে নিয়ে যথাসময়ে প্রতিযোগিতায় উপস্থিত থাকার জন্য বলা হচ্ছে। ব্যবস্থাপক হিসেবে অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাওয়া হয়েছে।
2022-07-09