শিনজোর প্রয়াণে শোকস্তব্ধ ভারতে রাষ্ট্রীয় শোক; লালকেল্লা, রাষ্ট্রপতি ভবনে অর্ধনমিত জাতীয় পতাকা

নয়াদিল্লি, ৯ জুলাই (হি.স.): জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের অকাল-প্রয়াণে শোকস্তব্ধ ভারত। শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হল ভারতে। এদিন লালকেল্লা, রাষ্ট্রপতি ভবন, সংসদে অর্ধনমিত ছিল জাতীয় পতাকা। যাবতীয় সরকারি কর্মসূচি এদিনের জন্য বাতিল করা হয়েছে। শুক্রবার পশ্চিম জাপানের নারায় রেল স্টেশনের অদূরে ব্যস্ত চৌরাস্তায় ছিল পথসভাটি। বক্তৃতা সবে শুরু করেছিলেন আবে। ঠিক তখনই হঠাৎ গুলির শব্দ। পরপর দু্’টি। বুকে হাত দিয়ে অস্থায়ী মঞ্চ থেকে নেমেই লুটিয়ে পড়েন রাস্তায়। চিকিৎসকদের যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ করে অকালেই চলে গিয়েছেন শিনজো।

শিনজোর প্রয়াণে স্তম্ভিত গোটা বিশ্ব। শনিবার ভারতে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর সম্মানে। লালকেল্লা, রাষ্ট্রপতি ভবন, সংসদে অর্ধনমিত ছিল জাতীয় পতাকা। শিনজোর প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ প্রমুখ বিশ্বনেতারা শোক ব্যক্ত করেছেন।