নয়াদিল্লি, ৯ জুলাই ( হি.স.) : শুক্রবার সন্ধ্যায় অমরনাথ যাত্রার পথে আকস্মিক মেঘভাঙা বৃষ্টিতে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে অমরনাথ যাত্রা দুর্ঘটনার পর স্বাস্থ্য দফতরকেও সতর্ক করা হয়েছে। ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মুখপাত্র বিবেক পান্ডে বলেন, আইটিবিপি এখনও পর্যন্ত অমরনাথ থেকে প্রায় ১৫,০০০ মানুষকে উদ্ধার করেছে।
পান্ডে বলেন, আহত রোগীদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অতি বৃষ্টির কারণে পবিত্র গুহা এলাকার কাছে আটকে পড়া বেশিরভাগ তীর্থযাত্রীকে পাঞ্জতারনীতে স্থানান্তরিত করা হয়েছে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য পরিষেবা দফতর, কাশ্মীর কর্মীদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এবং তাদের অবিলম্বে দায়িত্বে ফিরে এসে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।