হাফলং (অসম), ৯ জুলাই (হি.স.) : ডিমা হাসাও জেলার সদর শহর হাফলঙের পার্শ্ববর্তী দিয়ুং নদীতে শনিবার সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত মৃতদেহটি লোয়ার হাফলঙের কাশীপুর গ্রামের বাসিন্দা চুনীলাল গিরির বলে শনাক্ত করা হয়েছে।
মৃত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গিয়েছে, চুনীলাল গিরি শুক্রবার দুপুর থেকে সন্ধানহীন ছিলেন। ৮ জুলাই দুপুর সাড়ে বারোটা নাগাদ ঘর থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেননি চুনীলাল। শনিবার হাফলং থেকে প্রায় সাত কিলোমিটার দূরর্বতী দিয়ুং নদীতে জলে ভাসমান অবস্থায় কিছু মানুষ একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাফলং সিভিল হাসপাতালে পাঠিয়েছে।
তবে সন্ধানহীন হয়ে চুনীলাল গিরির কীভাবে দিয়ুং নদীতে পড়ে মৃত্যু হল, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনা সম্পর্কে তদন্ত করে দেখছে পুলিশ।