Give Free Bags:কচিকাঁচাদের বিনামূল্যে ব্যাগ দেবে ত্রিপুরা সরকার

আগরতলা, ৮ জুলাই : কচিকাঁচাদের বিনামূল্যে ব্যাগ দেবে ত্রিপুরা সরকার। এডিসি সহ সমস্ত সরকারী বিদ্যালয়ে প্রাক প্রাথমিকে নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা ওই ব্যাগ পাবে। তাতে, মোট ১ লক্ষ ৫১ হাজার ৭১৯ জন ছাত্রছাত্রীর জন্য ৭ কোটি ৫৮ লক্ষ ৫০০ টাকা ব্যয় ধরেছে শিক্ষা দফতর।

এবিষয়ে শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ বলেন, ত্রিপুরায় এডিসি প্রশাসন সহ সরকারী বিদ্যালয়ের সংখ্যা ৪২৪৮। তাতে, এডিসি প্রশাসনের অধীনে রয়েছে ১৬৩০টি বিদ্যালয়। ওই বিদ্যালয়গুলিতে নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত মোট ছাত্রছাত্রীর সংখ্যা ১ লক্ষ ৫১ হাজার ৭১৯। তার মধ্যে নার্সারিতে ছাত্রছাত্রী রয়েছে ৫৭০৮জন। তাদের সকলকে বিনামূল্যে ব্যাগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, বিদ্যালয় শিক্ষা দফতরকে ব্যাগ বণ্টনে দরপত্র আহবান করার নির্দেশ দেওয়া হয়েছে। তাতে, ৭ কোটি ৫৮ লক্ষ ৫৯ হাজার ৫০০ টাকা ব্যয় ধরা হয়েছে। সাথে তিনি যোগ করেন, ত্রিপুরা সরকার প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক বিনামূল্যে প্রদান করছে। পোশাক অনুদান বাবদ সমস্ত ছাত্রী এবং তপশীলি জাতি, তপশীলি জনজাতি এবং বিপিএল ভুক্ত পরিবারের ছাত্রছাত্রীদের ৬০০ টাকা করে দেওয়া হচ্ছে।

এদিন তিনি আরও জানান, জাতীয় শিক্ষা নীতির সুপারিশ মেনে পাইলট প্রকল্প হিসেবে ধলাই জেলায় প্রতিদিন বিদ্যালয়গুলিতে প্রাত:রাসে অতিরিক্ত আহার হিসেবে সেদ্ধ ডিম, মরসুমি ফল, দুধ অথবা সমতুল্য খাদ্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাথে তিনি যোগ করেন, ছাত্রছাত্রীদের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে প্রত্যেক শ্রেণী কক্ষে শিক্ষক-শিক্ষিকাদের ছবি লাগানো হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *