নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৮ জুলাই৷৷ নিজ ঘর থেকে রহস্যজনক ভাবে উদ্ধার পিংকি দেবনাথ (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ৷ ঘটনা শান্তিরবাজার মহকুমার লাউগাং পাল পাড়ায়৷ ঘটনার বিবরণে জানা যায় প্রায় ১০ বছর আগে সামাজিক ভাবে শান্তিরবাজার মহকুমার লাউগাং পাল পাড়ার বাসিন্দার অনুপম বৈষ্ণবের সাথে মনপাথর এলাকার পিংকি দেবনাথের বিয়ে হয়৷ বর্তমানে তাদের ঘরে ৮ বছরের এক ছেলে সন্তানও রয়েছে৷ বিগত কিছু সময় ধরে অনুপম ও পিংকি মধ্যে বিভিন্ন ব্যাপারে পারিবারিক কলহ লেগে থাকে৷ এনিয়ে পিংকির বাপের বাড়ির লোকজন গতকাল এসে স্থানীয় লোকদের নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করে এবং নিজের মেয়ে ও জামাইকে বুঝিয়ে যায়৷ কিন্তু আজ সকালে অনুপম ঘুম থেকে উঠে রান্না ঘরে পিংকির ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়৷ কিছুক্ষণ পরে এই খবর পেয়ে শান্তিরবাজার থানার পুলিশ ও পিংকির বাপের বাড়ির লোকজন অনুপমের বাড়িতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন৷ পরবর্তীতে অনুপম ও তার মাকে মারতে শুরু করে বলে অভিযোগ উঠেছে৷ অনুপম ও তার মাকে বাচাতে গিয়ে স্থানীয় লোক ও পুলিশ প্রশাসন অল্পবিস্তর আহত হয়৷ পিংকির বাপের বাড়ির লোকজনের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে৷ ঘটনার তদন্তে নেমেছে শান্তিরবাজার থানার পুলিশ৷
2022-07-08