BRAKING NEWS

Banned Polythene:নিষিদ্ধ পলিথিন–ক্যারিব্যাগ ব্যবহার বন্ধে অভিযানে পৌরসভা, ব্যবহার কারীদের জরিমানা

বাঁকুড়া, ৮ জুলাই ( হি. স.) : নিষিদ্ধ পলিথিন ও ক্যারিব্যাগের ব্যবহার, বিক্রয় বন্ধ করতে অভিযানে নামলো বাঁকুড়া পুরসভা। শুক্রবার সকালে উপ পৌরপ্রধান হিরন চট্টরাজ কাউন্সিলরদের সাথে নিয়ে হানা দেন লালবাজারে।বাঁকুড়া শহরের অন্যতম আনাজ, সব্জি বাজার লালবাজারে তখন জমাট ভীড়।কেনাবেচা চলছে জোরকদমে।সেই সময় পুলিশ নিয়ে হাজির হন পৌরসভার আধিকারীকরা।কেউ কেউ অনায়াসেই পাতলা অর্থাৎ৭৫ মাইক্রনের পাতলা ক্যারিব্যাগে ক্রেতাদের মালপত্র দিচ্ছেন, কারো দোকানে ভালো রকম মজুত পাতলা ক্যারিব্যাগ।পুর প্রতিনিধিরা ক্রেতা এবং বিক্রেতা দের সতর্ক করে দেন।এরমধ্যে কয়েকজনকে জরিমানা করেন।নাম প্রকাশে অনিচ্ছুক বিক্রেতাদের বক্তব্য এখন মানুষের থলি নিয়ে বাজারে আসার অভ্যেসটা চলে গেছে, বাধ্য হয়েই আমাদের ক্যারিব্যাগ দিতে হচ্ছে, তাদের বক্তব্য বিকল্প বাজারে না আসা পর্যন্ত মানুষকে কি ভাবে জিনিস দেব।৭৫মাইক্রনের পলিথিন ওতো এখনো বাজারে আসছে না।ক্রেতাদের বক্তব্য কারখানায় উৎপাদন বন্ধ করলেই তো ল্যাঠা চুকে যায়।কারখানা চালু রাখবো, আবার ব্যবহার করলে জরিমানা আদায় করবো এ কেমন নীতি।না এর আড়ালে কাটমানি তত্ত্ব লুকিয়ে আছে?

পৌরসভার উপপৌরপ্রধান হিরন চট্ররাজ বলেন পৌর এলাকায় নিষিদ্ধ পলিথিন জাত দ্রব্য ক্রয় বিক্রয়, ব্যবহার নিষিদ্ধ।এই নির্দেশ সকলকে মেনে চলতে হবে।এজন্য ধারাবাহিক ভাবে বাজারে হানা দেওয়া হবে, অমান্য কারীদের জরিমানা আদায় করা হবে।আমরা চেষ্টা করছি স্বয়ম্ভর গোষ্ঠী গুলিকে দিয়ে বিকল্প ব্যাগ তৈরী করা যায়।তিনি জানান আজ অভিযানে মূলতঃ সতর্ক করেই ছেড়ে দেওয়া হয়েছে, তারমধ্যে চারজনের জরিমানা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *