আগরতলা, ৮ জুলাই (হি. স.) : আইনি জটিলতা কাটিয়ে ত্রিপুরা বিধানসভার সদস্য হিসেবে শপথ নিলেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। রাজ্যসভার সাংসদ থাকার কারণে তিনি নবনির্বাচিত তিন বিধায়কের সাথে শপথ নিতে পারেননি। সম্প্রতি তিনি রাজ্যসভার সাংসদ পদে পদত্যাগ করেছেন। তাই, আজ ত্রিপুরার বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন। বিধানসভার অধ্যক্ষ এদিন তাঁকে শপথবাক্য পাঠ করিয়েছেন।
শপথ গ্রহণ শেষে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, মা ত্রিপুরেশ্বরীর কাছে প্রার্থনা থাকবে আগামী দিনে পবিত্র বিধানসভায় যেন মানুষের জন্য কাজ করতে পারেন। তাঁর কথায়, দল যখন যেই দায়িত্ব দেবে সেইভাবে কাজ করবেন তিনি। সামনেই ২০২৩ সালের বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের আগে কার্যপদ্ধতি প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, ইতিমধ্যেই প্রদেশ কার্যকারিণী বৈঠক সম্পন্ন হয়েছে। সেই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। উন্নয়নই মূল কথা। সেই দিশাতেই সরকার কাজ করবে। বিজেপি দল মানেই উন্নয়ন এবং শরিক দল আই পি এফ টিও একই পথে চলেছে।
পূর্বতন মুখ্যমন্ত্রীর অসমাপ্ত কাজ গুলি সম্পন্ন করাই মূল লক্ষ্য থাকবে বলে জানান তিনি। তিনি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলেন, ২০২৩ সালের নির্বাচনে ভালো ফল করবে বিজেপি। মানুষ সব দেখছেন। তাই উন্নয়নের নিরিখে মানুষ ভোট দেবে বলে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মানুষ বিজেপি-র সঙ্গে রয়েছে, দাবি করেন তিনি।
করোনা সংক্রমণ রাজ্যে বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন বলে জানান মুখ্যমন্ত্রী।পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নির্দেশ জারি করা হবে বলেও জানান তিনি। এদিন তিনি বলেন, ত্রিপুরার কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে শীঘ্রই ত্রিপুরা সরকার সিদ্ধান্ত ঘোষণা করবে।এদিন শপথ গ্রহণের পর অধ্যক্ষ রতন চক্রবর্তী মুখ্যমন্ত্রীর হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, মন্ত্রী রামপদ জমাতিয়া, মন্ত্রী রাম প্রসাদ পাল, মন্ত্রী শান্তনা চাকমা, মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী প্রানজিৎ সিংহ রায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব, মুখ্যসচেতক কল্যাণী রায়, সাংসদ রেবতী কুমার ত্রিপুরা, মন্ত্রী মনোজ কান্তি দেব, মন্ত্রী প্রেম কুমার রিয়াং, মেয়র দীপক মজুমদার সহ বিধায়ক–বিধায়কা এবং বিজেপি প্রদেশ নেতৃত্ব।

