দুর্গাপুর, ৮ জুলাই (হি. স.) গোপনসূত্রে খবর পেয়ে পুলিশি অভিযানে অগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ল দুজন। শুক্রবার ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পান্ডবেশ্বরের কেন্দা ছাতাডাঙ্গা এলাকায়। পুলিশ সুত্রে জানা গেছে, ধৃতদের নাম সন্দীপ ভূঁইয়া ও ধীরাজ রামানি।
তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ। ঘটনায় জানা গেছে, গোপনসূত্রে খবর পেয়ে শুক্রবার ভোরে পাণ্ডবেশ্বর থানার কেন্দা এলাকার ছাতাডাঙ্গায় অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে সন্দীপ ভূঁইয়া ও ধীরাজ রামানি নামে দুই যুবককে আটক করে । তাদের কাছে তল্লাশি করতেই উদ্ধার হয় একটি দেশি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। শুক্রবার আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন খারিজ করে দেন। পুলিশ জানিয়েছে, ধৃতদের রিমান্ডে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে।