BRAKING NEWS

Supreme Court:শুক্রবার মহম্মদ জুবাইয়েরের জামিন আবেদনের শুনানি করবে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৭ জুলাই ( হি.স.) : আগামীকাল শুক্রবার মহম্মদ জুবাইয়েরের জামিন আবেদনের শুনানি করবে সুপ্রিম কোর্ট। ফ্যাক্ট চেক ওয়েবসাইট অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা মহম্মদ জুবাইয়ের সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছেন। আগামীকাল অর্থাৎ ৮ জুলাই জুবাইয়েরের জামিন আবেদনের শুনানি হবে সুপ্রিম কোর্টে।

বৃহস্পতিবার আইনজীবী কলিন গঞ্জালভেস জুবাইয়েরের পক্ষে উপস্থিত হয়ে বিচারপতি ইন্দিরা ব্যানার্জির নেতৃত্বে একটি অবকাশকালীন বেঞ্চের কাছে জামিনের আবেদনের প্রাথমিক শুনানির আবেদন করেছিলেন। তিনি বলেন, জুবাইয়ের ইন্টারনেটে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এরপর প্রধান বিচারপতির অনুমতি পেয়ে গত ৮ জুলাই শুনানির নির্দেশ দেন আদালত। গঞ্জালভেস বলেন, জুবাইয়ের ফ্যাক্ট চেকিংয়ের কাজ করেন। এফআইআর অনুযায়ী কোনও অপরাধ সংঘটিত হয়নি। এলাহাবাদ হাইকোর্ট কোনও স্বস্তি দেয়নি।
প্রসঙ্গত, জুবাইয়েরকে ২৭ জুন দিল্লি পুলিশ গ্রেফতার করেছিল। জুবাইয়েরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলেছে দিল্লি পুলিশ। পরে জুবাইয়েরকে উত্তর প্রদেশের সীতাপুরে নিয়ে যাওয়া হয়। তিন সাধুকে নিয়ে টুইটের ঘটনায় সীতাপুরে জুবাইয়েরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *