ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই।। মনিপুরে প্রাইজমানি বালিকাদের ফুটবলে পরাজয় দিয়ে আসর শুরু ত্রিপুরার। অনভিজ্ঞতার কারনে হারলো ত্রিপুরা। অনভিজ্ঞতা অ্যাস্ট্রোটার্ফে খেলার। ফলে প্রথমার্ধে ভালো খেলার চেষ্টা করলেও ম্যাচের শেষ দিকে কার্যত গোটা দল দাড়িয়ে পরে। এর কারনেও হারতে হলো ত্রিপুরা টাইগার্সকে। আর ওই সুযোগটা কাজে লাগিয়ে আসরের প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নেয় অরুনাচল প্রদেশ টাইগার্স। মনিপুরে অনুষ্ঠিত আমন্ত্রণমূলক প্রাইজমানি মহিলাদের ফুটবলে। ওই রাজ্যের সাই মাঠে হয় বৃহস্পতিবার ম্যাচটি। খেলার শুরু থেকে অরুনাচলের উপর চড়াও হয় ত্রিপুরার ফুটবলাররা। বেশ কয়েকটি সুযোগও তৈরী করেছিল। কিন্তু আক্রমণভাগের দুই ফুটবলার দলনেত্রী দিপালী হালাম এবং পঞ্চমী দেবনাথ সহজ সুযোগ হেলায় নষ্ট করে ত্রিপুরাকে চাপে ফেলে দেয়। প্রথমার্ধ গোলশূণ্য থাকার পর দ্বিতীয়ার্ধ থেকে দমের অভাবে ভুগতে থাকেন ত্রিপুরা দলের ফুটবলাররা। ঘাষ মাঠে খেলার পর অ্যাস্ট্রোটার্ফে খেলা যে কতটা কঠিন তা এদিন হারে হারে টের পেলেন ত্রিপুরার ফুটবলাররা। ম্যাচের শেষ ২০ মিনিট প্রায় দাড়িয়ে থাকেন ত্রিপুরার ফুটবলাররা। ওই সুযোগটা কাজে লাগিয়ে পর পর দুবার ত্রিপুরার জাল নাড়িয়ে দেন অরুনাচল প্রদেশের ফুটবলাররা। শেষ পর্যন্ত ২-০ গোলে পরাজিত হয় ত্রিপুরা। খেলা শেষে মনিপুর থেকে মনোজ দেব বলেন, “অ্যাস্ট্রোটার্ফে না খেলার খেসারত দিতে হলো দলকে। অ্যাস্ট্রোটার্ফে খেলতে হলে প্রচুর দমের দরকার। ম্যাচ যত শেষের দিকে গড়িয়েছে ততই ত্রিপুরা দলের মেয়েদের দমের অভাব দেখা দিয়েছে। এর ফলেই হারতে হলো ত্রিপুরাকে”। আগামীকাল ত্রিপুরার প্রতিপক্ষ আসাম রাইনোর্স।
2022-07-07

