BRAKING NEWS

Omprakash Chautala:ওমপ্রকাশ চৌতালার শাস্তির বিরুদ্ধে পিটিশনে ইডি-কে নোটিস

নয়াদিল্লি, ৭ জুলাই ( হি.স.) : আয় বহির্ভূত সম্পত্তি মামলায় দোষী সাব্যস্ত হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতালাকে চার বছরের কারাদণ্ডের আদেশকে চ্যালেঞ্জ করে একটি আবেদনের উপর ইডি-কে নোটিশ জারি করল দিল্লি হাইকোর্ট। বিচারপতি যোগেশ খান্নার বেঞ্চ ২৫ জুলাইয়ের মধ্যে জবাব দাখিল করার নির্দেশ দিয়েছে।

গত ২৭ মে রাউজ অ্যাভিনিউ আদালত চৌতালাকে চার বছরের কারাদণ্ড দেয়। সাজা হওয়ার আগে চৌতালা ইতিমধ্যে এক বছর এবং চার মাস জেলে ছিলেন, যা তার নির্ধারিত সাজা থেকে কমিয়ে চার বছরে করা হয়েছিল।
বিশেষ জজ বিকাশ ধুল তার আদেশে বলেছিলেন, চৌতালা সাংবিধানিক পদের অপব্যবহার করেছেন। জনস্বার্থে কাজ না করে স্বার্থপরতায় লিপ্ত ছিলেন। আইনী আয়ের চেয়ে ১০৩% বেশি মূল্যের সম্পদ অর্জন করেছেন। এমনকি হাইলি রোড, পঞ্চকুলা, গুরুগ্রাম এবং আসোলায় ওমপ্রকাশ চৌতালার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত। ইডি মোট ৬ কোটি টাকার বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *