Arrested: করিমগঞ্জের চুড়াইবাড়িতে উদ্ধার ৫০ লক্ষা‌ধিক টাকার নেশাজা‌তীয় কফ সিরাপ, কন্টেইনার সহ আটক দুই

বাজা‌রিছড়া (অসম), ৬ জুলাই (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তবর্তী চুড়াইবাড়িতে উদ্ধার করা হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকার বেশি মূল্যের নেশা-জাতীয় এসকাফ ‌কো‌ডিন ফস‌ফেড ব্রান্ডের কফ সিরাপ। এর সঙ্গে আটক করা হয়েছে নেশাদ্রব্য পাচারে ব্যবহৃত কন্টেইনার সহ দুজনকে।

চুড়াইবা‌ড়ি পুলিশ ওয়াচ পো‌স্টের ইনচার্জ নিরঞ্জন দাস জানান, আজ বুধবার সকাল প্রায় আটটা নাগাদ উত্তরপ্রদে‌শের গা‌জিয়াবাদ থে‌কে বেসরকা‌রি আজাদ ট্রান্স‌পোর্ট সংস্থা নিয়ন্ত্রনাধীন আরজে ০৯ জি‌ডি ৩৩৯১ নম্ব‌রের এক‌টি দশ চাকার কন্টেইনার (ল‌রি) আন্তঃরাজ্য সীমান্ত অতিক্রম করে ত্রিপুরায় প্রবেশের জন্য আসে। লরিতে মূলত ছিল বিভিন্ন ধরনের প্রসাধনী ও অন্য পণ্য সামগ্রী। ওয়াচপোস্টের পু‌লিশ কর্মীরা লরি থেকে এই সব সামগ্রী নামিয়ে তন্নতন্ন করে তালাশি চালালে মোট ২৬টি বস্তায় মোট ৮,৩০০ বোতল এসকাফ ‌কো‌ডিন ফস‌ফেড নামের অ্যালকোহল সংমিশ্রিত কফ সিরাফের শিশি উদ্ধার করেন। তিনি জানান, উদ্ধারকৃত কফ সিরাপগু‌লোর বাজারমূল্য ৫০ লক্ষ টাকার বেশি হ‌বে।

পুলিশ অফিসার নিরঞ্জন দাস জানান, নেশাদ্রব্য পাচারের অভিযোগে ক‌ন্টেইনারের চালক ও সহ‌–চালক‌কে আটক ক‌রা হ‌য়ে‌ছে। তা‌দের যথাক্রমে উত্তরপ্রদে‌শের আমরোহা জেলার সিহাটনাং‌লি থানাধীন হাসানপু‌রের জনৈক নুর মহম্মদের ছেলে মহম্মদ ফরাজ (২৮) এবং উত্তরপ্রদেশেরই বিজনৌর জেলার ধমপু‌রের বাসিন্দা আজম আহমদের ছেলে স‌মীর আহমদ (১৮) বলে পরিচয় পাওয়া গেছে। তিনি জানান, ধৃত‌দের বিরু‌দ্ধে এনডিপিএস-এর সু‌নি‌র্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার করিমগঞ্জে বিচারবিভাগীয় আদালতে পেশ করা হবে, জানান চুড়াইবা‌ড়ি পুলিশ ওয়াচ পো‌স্টের ইনচার্জ নিরঞ্জন দাস।