Accident:পৃথক স্থানে যান দূর্ঘটনায় গুরুতর আহত তেরজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷ উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকার বড়গোলে ভয়াবহ পথ দুর্ঘটনায় নয় জন যাত্রী আহত হয়েছেন৷ আহতরা হলো  গৌরী দাস(৪৫),মালতি দাস (৫৫),রেখা দাস(৬০), পিংকি শুক্লবৈধ্য(৩), অঞ্জনা শুক্লবৈধ্য(২৪),পূজা শুক্লবৈধ্য(৩)বুল্টি দাস(১৩), শৈলেন্দ্র দাস(৬৫) এবং প্রভাতী দাস৷  বর্তমানে আহতরা ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ 

জানা গেছে, বুধবার টমটম চালক রঞ্জিত কুমার দাস পানিসাগর থেকে নয়জন যাত্রী নিয়ে কালাছড়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়৷ পথ ভুলে চলে আসেন কদমতলা৷ তারপর কদমতলা থেকে কালাছড়া যাবার পথে কদমতলা ধর্মনগর সড়কের বড়গোল এলাকায় যাবার পর টমটমটি দূর্ঘটনার কবলে পড়ে৷ তখন বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল টমটমের সামনাসামনি হলে নিয়ন্ত্রণ হারিয়ে টমটমটি উল্টে যায়৷ তাতে গুরুতর ভাবে আহত হন টমটমে থাকা নয়জন যাত্রী৷ যদিও চালক অল্পবিস্তর আঘাত প্রাপ্ত হন৷ 

খবর পেয়ে দমকল কর্মীরা আহতদের কদমতলা হাসপাতালের নিয়ে আসলে চারজনের অবস্থা গুরুতর দেখে জেলা হাসপাতালে রেফার করা হয়৷তবে বাকিদের কদমতলা হাসপাতালে চিকিৎসা চলছে৷স্থানীয় থানার পুলিশ একটি পথদূর্ঘটনার মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে৷ দূর্ঘটনাগ্রস্ত টমটমটি পুলিশ হেফাজতে নিয়েছে৷ তবে পুলিশ ও দমকল কর্মীদের প্রাথমিক ধারনা,অধিক যাত্রীর কারনেই এই পথ দূর্ঘটনা৷

যান দুর্ঘটনা বর্তমানে প্রতিদিনকার বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে যান দুর্ঘটনার খবর উঠে আসছে৷ যান দুর্ঘটনা ঠেকাতে তেমন কোন ব্যবস্থা নেই রাজ্যের ট্রাফিক দপ্তরের৷ হঠাৎই ট্রাফিক কর্তাবাবুদের রাস্তায় চেকিং করতে দেখা গেলেও প্রাণঘাতী এই দুর্ঘটনাগুলিতে ট্রাফিক দপ্তরের ভূমিকা নেহাতই দপ্তরের ভূমিকায় প্রশ্ণ তুলছে৷ বুধবার ফের যান দুর্ঘটনায় একজনের মৃত্যু সহ গুরুতর আহত বেশ কয়েকজন৷ 

এদিন একটি ঘটনা ঘটেছে বিলোনিয়ায়৷ অপরটি ছেচরিমাই এলাকায়৷ রাজ্য পরিদর্শন এসেছিলেন কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ দুই মহিলা আধিকারিক আইএফএস ডা: সুরভী সিং এবং অবর সচিব ডা: তানিয়া দে৷ বুধবার উদয়পুর মাতাবাড়িতে যাওয়ার সময় বিশ্রামগঞ্জ থানাধীন ছেচরিমাই সুকলের সামনে তাদের গাড়িটি দুর্ঘটনাগ্রস্থ হয়৷ এতে গুরুতর আঘাত পেয়েছেন দুই মহিলা আধিকারিকসহ তাদের গাড়ির চালকেরা৷ প্রথমে তাদের বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে আসা হয়েছে৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে৷