নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷ সপ্তাহব্যাপী ঐতিহ্যবাহী খার্চি মেলা শুরুর প্রাক্কালে বুধবার খার্চি মেলায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক শ্রমিকের৷আহত হয়েছেন আরও এক শ্রমিক৷ মৃত শ্রমিকের নাম কৃষ্ণ মুন্ডা৷ বাড়ির মেঘলিবন চা বাগান এলাকায়৷ আহত শ্রমিকের নাম অজিত দাস৷ বাড়ি রানীরবাজারের আসামপাড়া এলাকায়৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
ঘটনার বিবরণে জানা যায় খার্চি মেলা উপলক্ষে বিদ্যুৎ লাইনে কাজ করছিল চার শ্রমিক৷ কাজ করার সময় দুই শ্রমিক বিদ্যুৎস্পৃৃষ্ট হয়৷ গুরুতর অবস্থায় দুই শ্রমিককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কৃষ্ণ মুন্ডা নামে এক শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন৷ অপর শ্রমিক অজিত দাস বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু এবং অপর এক শ্রমিক আহত হওয়ার ঘটনায় মেলা প্রাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে৷